ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি রওশনপন্থী জাতীয় পার্টির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:২৯ পিএম
রওশনপন্থী জাতীয় পার্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এছাড়া তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের দাবি জানিয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ছাত্রদের ন্যায্য দাবির প্রতি সমর্থন এবং নারকীয় গণহত্যার প্রতিবাদে' আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান রওশনপন্থী জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
ফিরোজ রশিদ চলমান আন্দোলন সহিংস রুপ নেওয়া এবং শিক্ষার্থীসহ এত মানুষ নিহতের জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করেন। এজন্য তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওবায়দুল কাদেরকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের দাবি জানান। একই সাথে সড়ক ও সেতু মন্ত্রীর পদ থেকেও তাকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
তিনি আরও বলেন, চলমান আন্দোলনে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আমরা এ কমিটি বাতিল করে সুপ্রিম কোর্টের সিনিয়র কোনো বিচারপতির নেতৃত্বে কমিটি করার দাবি জানাচ্ছি।
ছাত্রদের ৯ দফা দাবির সাথে জাপা একমত বলে জানিয়েছেন দলের মহাসচিব কাজী মামুনুর রশিদ। ৯ দফা দাবির মধ্যে প্রথম দফা ছিল প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া, সেটার সাথে একমত কি-না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আমরা একমত। আমরা মনে করি ছাত্রদের সকল দাবি যৌক্তিক। এসব দাবি সরকারকে পূরণ করতে হবে।