Logo
Logo
×

সংবাদ

শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি রিকশাচালকদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম

শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি রিকশাচালকদের

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে শহীদ মিনারে ভিড় করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার বেশ কিছু সংখ্যক রিকশাচালক শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনে যোগ দেন। রিকশাচালকদের বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে।

তারা ‘আগুন জালাও একসাথে, স্বৈরাচারের গদিতে', ‘আমার ভাই শহীদ কেন, শেখ হাসিনা জবাব চাই’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দফা, এক দাবি, হাসিনা তুই কবে যাবি’এসব স্লোগান দিচ্ছেন।

রিকশাচালক মনতাজার হোসেন বলেন, আমি রংপুর থেকে এসেছি। আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মাটিতে খুনিদের কোনো স্থান নেই।

আরেক চালক মো. মুন্না বলেন, ‘আমরা বিচার চাই। তারা ছাত্র হত্যা করেছে, এমনকি রিকশাচালককেও হত্যা করেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আছি।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন