কুমিল্লায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে দুজন গুলিবিদ্ধ, শিক্ষার্থী-সাংবাদিক দেখলেই মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম
টাউনহল মোড় থেকে টমসম ব্রিজ রোডের সিএনজি স্টেশন, ভিক্টোরিয়া কলেজ গেইট, রাজগঞ্জ মোড়, জিলা স্কুল গেইটসহ বিভিন্ন গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
কুমিল্লায় শিক্ষার্থী ও সাংবাদিক দেখলেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মারধর করছেন। বিক্ষোভের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
কুমিল্লা জিলা স্কুল থেকে শিক্ষার্থীরা আজ শনিবার সকাল ১০টার দিকে গণমিছিল নিয়ে বের করে কান্দিরপার মোড়ে আসার চেষ্টা করলে মারধর শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টাউনহল মোড় থেকে টমসম ব্রিজ রোডের সিএনজি স্টেশন, ভিক্টোরিয়া কলেজ গেইট, রাজগঞ্জ মোড়, জিলা স্কুল গেইটসহ বিভিন্ন গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তারা প্রকাশ্যে শর্টগান, রামদা, লাঠি নিয়ে মহড়া দেন পাশাপাশি শিক্ষার্থী ও সাংবাদিক দেখলেই মারধর ও হুমকি দিচ্ছেন।