Logo
Logo
×

সংবাদ

আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই: প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম

আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্দোলনকারীদের সাথে বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আজ শনিবার (৩ আগস্ট) গণভবন পেশাজীবি সমন্বয়ে পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। 

প্রধানমন্ত্রী আরও বলেন, এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন