শুক্রবারও গভীর রাতে আদালত বসল রংপুরে, ৮ শিক্ষার্থীর জামিন
রংপুরে রাতে আদালত বসিয়ে আট শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যাসহ কয়েকটি মামলায় কারাগারে ছিলেন এইচএসসি পরীক্ষার্থীসহ আট শিক্ষার্থী। তারা জামিন পেয়েছেন শুক্রবার রাতে বসানো এই আদালত।
আদালতের আদেশে শুক্রবার রাত সাড়ে ১১টায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে রাত ৯টায় রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা জামিনের আদেশ দেন।
আদালতের পরিদর্শক পৃথিশ রায় অভিভাবকদের ফোন করে আদালতে ডেকে আনেন। সরকারের বিশেষ আদেশ প্রতিপালনে লিগ্যাল এইড বাংলাদেশ ব্লাস্ট রংপুর শাখার প্যানেল আইনজীবী শামিম-আল মামুন জামিন আবেদনের শুনানি করেন।
জামিন পাওয়া আসামিরা হলেন এইচএসসি পরীক্ষার্থীরা রংপুর সরকারি কলেজের তৌফিক ওমর ধ্রুব, জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আমির হামজা, শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মো. মহিন, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া।
অভিভাবকেরা বলেছেন, জামিন দেওয়া হলেও স্কুল-কলেজ পড়ুয়া সন্তানের বিরুদ্ধে মামলা অব্যাহতি পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।