Logo
Logo
×

সংবাদ

কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা আহ্বান সেনাপ্রধানের

Icon

স্বাধীন হাসান

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১০:৫১ পিএম

কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা আহ্বান সেনাপ্রধানের

সেনাবাহিনীর লোগো

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান আগামীকাল শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ঢাকা, মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেনা সদর এক জরুরি বার্তায় এ মতবিনিময়ে ঢাকা, মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে স্বশরীরে ‘কম্ব্যাট’ পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 


ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যন্য সকল এরিয়া, ফরমেশন ও স্টেশনের কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ে অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

কী বিষয়ে এ মতবিনিময় তা নিশ্চিত করা যায়নি। তবে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ধরনের মতবিনিময় সাধারণত বড় কোনো ঘটনা ঘটলে হয়ে থাকে। যেমন বিডিআর পিলখানা বিদ্রোহের পর এমন মতবিনিময় আয়োজন করা হয়।

গত ১৯ জুলাই রাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ ঘোষণা করা হয়। এরপর রাজধানীর মোহাম্মদপুরে একটি সেনাদলকে বিক্ষোভ দমনে গুলি ছুড়তে দেখা যায়। এ ছাড়া তাদের উপস্থিতিতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন