Logo
Logo
×

সংবাদ

মিরপুরে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের গণমিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১০:২২ পিএম

মিরপুরে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের গণমিছিল

চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। আজ শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে গণমিছিল ও সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএসে বসবাসকারী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। 

প্রবল বৃষ্টির মধ্যে বিকেলে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন। মিছিলে শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়। তাদের ব্যানারে লেখা ছিল, ‘চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান’।

উল্লেখ্য, মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা মিরপুর ডিওএইচএসে বসবাস করেন। গণমিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য ছাড়াও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিশেষ করে বিপুলসংখ্যক নারী সদস্যকে মিছিলে অংশ নিতে দেখা যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন