Logo
Logo
×

সংবাদ

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:১২ পিএম

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় পথচারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার (২ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল নগরীর গল্লামারী এলাকায় পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 জানা যায়, বিকেল পৌনে ৬টার দিকে সমাবেশে শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় ফের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। তখন পুরো গল্লামারী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন