হবিগঞ্জে আন্দোলনকারীদের ওপর হামলা, আ.লীগ কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম
হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী ও জনতার সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার জেলা শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় দুপুর সাড়ে ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্যের বাসার গেট ভাঙচুর ও ১০টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
জানা গেছে, সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ এর অংশ হিসেবে জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান নেন। কোর্ট মসজিদ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় জনতা। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে টাউন হল এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।