Logo
Logo
×

সংবাদ

আবু সাঈদের নামে বাংলা ফন্ট

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:০৩ পিএম

আবু সাঈদের নামে বাংলা ফন্ট

আবু সাঈদ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এবার একটি বাংলা ফন্ট এলো। ফন্টটির নামও দেওয়া হয়েছে সাঈদের নামে। 

নতুন এই ফন্টটি উন্মুক্ত করেছে কোডপত্র (Codepotro)। এটি ডিজাইন করেছেন জায়েদ আহসান সাদ ও কোডপত্র ফন্টস কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, আবু সাঈদ ফন্টের ‘টাইপ হেয়ার’ এর জায়গায় কিছু লিখলে নতুন ফন্টে সে লেখা চলে আসছে। আপাতত ইন্টারফেসে নরমাল এবং ইটালিক ফন্ট দেখা যাচ্ছে।

কোডপত্রের ওয়েবসাইটে বলা হয়েছে, আমাদের নিজস্ব সাইট থেকে বিনামূল্যে এই ফন্ট ডাউনলোড করা যাবে। কিন্তু কোনো ওয়েবসাইটে আবু সাঈদ আপলোড বা হোস্ট করা যাবে না। 

উল্লেখ্য, গত ১৬ জুলাই আন্দোলন চলাকালে বেরোবির ‍প্রধান ফটকের সামনে নিরস্ত্র সাঈদকে লক্ষ্য করে পুলিশ গুলি করে। এতে সাঈদ নিহত হন। সাঈদের নামে ইতোমধ্যে পার্কের মোড়ের নাম আবু সাঈদ চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম আবু সাঈদ ফটক হিসেবে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন