টানা ১৪ দিন বন্ধ থাকার পর আংশিক ট্রেন চলাচল শুরু হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে ট্রেন, ইন্টারনেটসহ সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা স্থগিত করে সরকার।
১৪ দিন পর আজ (১ আগসট) স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়েছে। এখনও বন্ধ রয়েছে আন্তঃনগর ট্রেন চলাচল।
আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি বড় শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে পাঁচটি লোকাল ও কমিউটার ট্রেন।
ট্রেন চলাচল বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষেরা ব্যাপক সংকটে পড়ে। সারা দেশেই লোকাল ট্রেন ব্যবহরেন প্রধানত ছোট ব্যবসায়ীসহ বিভিন্ন পেশোর চাকরিজীবীরা। রিকশা বা বাসে চলতে গেলে তাদের জীবিকা সংকটের মুখে পড়ে।
ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসা গাজীপুরের আলামিন সরকার বলেন, ‘আমি পুরান ঢাকার চকবাজার থেকে বিভিন্ন পণ্য পাইকারি দরে কিনে গাজীপুরে আমার দোকানে বসে বিক্রি করি। বাসে যাতায়াতে যেমন সময় লাগে বেশি তেমনি খরচও অত্যধিক।’