Logo
Logo
×

সংবাদ

কোটা সংস্কার আন্দোলন

ছাত্র-জনতা হত্যার তীব্র নিন্দা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১০:৫৭ পিএম

ছাত্র-জনতা হত্যার তীব্র নিন্দা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার তীব্র নিন্দা ও দায়ীদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচার দাবি করেছে দেশের মুফাসসির ও ওয়ায়েজদের বৃহৎ সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন। এছাড়া গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধসহ আটক শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়ভ

মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন বিবৃতিতে বলেন, কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিশন গঠন করে নিরীহ শিশু, নারী, পথচারী, বাসা-বাড়িতে অবস্থানরত নাগরিক ও ছাত্র- ছাত্রীদের হত্যার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা উন্মুক্ত করে দিতে হবে। 

তারা এ পর্যন্ত গ্রেপ্তারকৃত  ছাত্র-জনতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানিয়ে বলেন, গণহত্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে হাজার হাজার আহত মুক্তিকামী ছাত্র- জনতার সুস্থতা চেয়ে  দেশবাসীর নিকট নেতৃবৃন্দ দোয়া কামনা করছি। 

বিবৃতিতে আরও স্বাক্ষর করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, ড. খলীলুর রহমান মাদানী, ড. আবুল কালাম আজাদ বাশার, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মাও. হাবীবুর রহমান, হাফেজ মাও. লুৎফর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মাও. আব্দুস সালাম আল মাদানী, মাও. কামরুল ইসলাম সাঈদ আনসারী, শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাওলানা ফখরুদ্দিন আহমাদ, মুহাদ্দিস মাহমুদুল হাসান,  মাওলানা নাসির উদ্দীন হেলালী, মুহাদ্দিস আবূ নসর আশরাফী, চাঁদপুর মাওলানা মোস্তাক ফয়েজী,কুমিল্লা, মাও: মাহমুদুর রহমান দেলাওয়ার, সিলেট, মাও: রুহুল আমীন, রাজশাহী, হাফেজ মাও. জাহিদুল ইসলাম, মোল্লা নাজিম উদ্দিন, ড. মুফতি জাকারিয়া নূর, হাফেজ মাও. কাজী জালাল উদ্দিন, ড. কামরুল হাসান শাহীন, এ এইচ,এম, আবুল কালাম আজাদ, মাও. সাদিকুর রহমান আযহারী, মাও. আবুল কালাম আজাদ আযহারী প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন