Logo
Logo
×

সংবাদ

বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১ টার পর থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা, আদালত ও পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে তারা।

এর আগে বগুড়া জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট ভাবনের কাছে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন রাস্তায় যাওয়ার পর পুলিশ মিছিল নিয়ে আর এগুতে দেয়নি। শিক্ষার্থীরা বাধা পেয়ে পেছনে হটে গিয়ে জেলখানার পাশের চারমাথায় অবস্থান নেয়। পরে বেলা সোয়া একটা পর্যন্ত সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সময় বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিত বাড়তে থাকে। একপর্যায়ে এই এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন