ভারতের গোয়ানাড়ে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৫৯ ছাড়িয়ে গেছে। আরও শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারী বৃষ্টিতে কঠিন হচ্ছে উদ্ধারকাজ।
কেরল রাজ্যের এই বিপর্যয়ে ঠিক কতজন মারা গেছে এবং আরও কতজন আটকা পড়েছে সেই হিসাব এখনও নিশ্চিত হতে পারেননি উদ্ধারকারীরা।
এরই মধ্যে ভারীর বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় স্কুল-কলেজ।
এ ঘটনায় রাজ্যে দুই দিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশির ভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। সূত্র: আনন্দবাজার