Logo
Logo
×

সংবাদ

বুধবার থেকে অফিস চলবে সকাল ৯টা-৫টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম

বুধবার থেকে অফিস চলবে সকাল ৯টা-৫টা

সরকারি অফিস আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে চলবে। ফলে সকাল ৯টায় অফিস শুরু হয় তা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ওই ক্ষুদে বার্তায় বলা হয়, আগামীকাল ৩১ জুলাই (বুধবার) থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে। 

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে গত সপ্তাহে তিন দিন সাধারণ ছুটি ছিল। এরপর কারফিউ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে সীমিত সময়ের জন্য অফিস খোলে। 

এরমধ্যে গত ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলে। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটির পর ২৮ জুলাই থেকে ৩০ জুলাই সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন