Logo
Logo
×

সংবাদ

মুখে লাল কাপড় বেঁধে জাবির শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম

মুখে লাল কাপড় বেঁধে জাবির শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

আজ দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এই মৌন মিছিল বের করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী্রা কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন। আজ মঙ্গলবার ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে দর্শন বিভাগের অধ্যাপক মাহমুদা আকন্দ চলমান হত্যাকাণ্ডকে ‘জুলাই ম্যাসাকার’ ঘোষণা করেন।

আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এই মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র-জনতা শহিদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। পরে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পুনরায় মিছিল নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা একই পথে শহিদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ করেন তারা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন