Logo
Logo
×

সংবাদ

ঢামেকের সামনে অভিভাবকদের অবস্থান, দাঁড়াতে দিল না পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম

ঢামেকের সামনে অভিভাবকদের অবস্থান, দাঁড়াতে দিল না পুলিশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও অন্যান্য বাহিনীর গুলিতে নিহতের ঘটনায় 'সন্তানের পাশে অভিভাবক' ব্যানারে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বেশ কয়েকজন অভিভাবক ঢামেকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। পুলিশ তা করতে দেয়নি। 

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘সন্তানদের হত্যার প্রতিবাদে নীরব অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন অভিভাবকরা। কিন্তু পুলিশ করতে দেয়নি।’

তিনি বলেন, প্রতিবাদ জানাতে যেকোনো জায়গায় দাঁড়ানোর অধিকার আমাদের আছে এবং সংবিধান এটার নিশ্চয়তা দেয়। 

এ বিষয়ে ডিএমপির এডিসি আকতারুল ইসলাম বলেন, অভিভাবকরা অনুমতি না নেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন