নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে ঢাবির আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৪:৩৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানি না হয় তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টর অফিসে জানানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই জাতীয় ঘটনায় সম্ভাব্য সব সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়।