নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ১২ শিক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৩:৩৪ পিএম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থী আটক
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন ছাত্রীসহ ১২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের আটক করে বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শর্মি হোসেন।
শর্মি হোসেন বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে কাজে এসেছিলাম। এখানে এসে দেখলাম আনুমানিক ১০ থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। ছাত্রদের এইভাবে আটক করার ঘটনায় আমরা অতন্ত্য ব্যাথিত। আমরা আটকের এই ঘটনাকে ধিক্কার জানাই।শিক্ষার্থীদেরকে আমাদের কাছে ফেরত দিতে হবে। আমাদের ছাত্রদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। আটকদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী রয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না।