Logo
Logo
×

সংবাদ

ডিবি অফিসে আন্দোলনকারীদের খাইয়ে ছবি প্রকাশ, জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৩:০৯ পিএম

ডিবি অফিসে আন্দোলনকারীদের খাইয়ে ছবি প্রকাশ, জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে ডিবি অফিসে খাইয়ে সেই ছবি আবার ফেসবুকে প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।

গতকাল রবিবার ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার ছবি পোস্ট করেন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশীদ। 

ওই ফেসবুক পোস্টে হারুন লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন