Logo
Logo
×

সংবাদ

কেউ চেনে না কারা 'সাধারণ শিক্ষার্থী মঞ্চ'

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৪:২৫ এএম

কেউ চেনে না কারা 'সাধারণ শিক্ষার্থী মঞ্চ'

'সাধারণ শিক্ষার্থী মঞ্চ' নামে নতুন একটি প্ল্যাটফর্মের পরিচয়ে সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে কোটা আন্দোলনে বিজয় অর্জন হয়েছে বলে দাবি করেছে। পাশাপাশি সারা দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ একাধিক দাবি জানিয়েছে। তবে এই প্ল্যাটফর্ম বিষয়ে কিছু জানেন না কোটা সংস্কার আন্দোলনের নেতারা।

এই সংগঠনপর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী উমামা ফাতেমা।

'সাধারণ শিক্ষার্থী মঞ্চ' প্ল্যাটফর্মটির সমন্বয়ক হিসেবে এলিয়ান কাফী প্রতীক নামে এক ঢাবি শিক্ষার্থীর নাম রয়েছে তাদের বিবৃতিতে। তিনিসহ ৯১ শিক্ষার্থীর সই করা একটি প্রেস বিজ্ঞপ্তি কয়েকটি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, 'সাধারণ ছাত্ররা জ্বালাও, পোড়াও, সহিংসতা এবং ধ্বংসাত্বক কাজের সাথে জড়িত নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা সমর্থন করে না। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পদ ও জীবনের অপূরণীয় ক্ষতি করেছে তাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।'

এ বিষয়ে জানতে বিবৃতিতে সই করা এলিয়ান কাফী প্রতীকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি। 

তবে কয়েকটি সূত্র জানিয়েছে, আন্দোলনে বিভক্তি আনার চেষ্টা করছে সরকার। সারা দেশে বিভাজনে বার্তা ছড়ালে আন্দোলন দুর্বল হয়ে পড়বে এবং দমন করা সহজ হবে বলে মনে করছে তারা। এজন্য বিভিন্ন বাহিনীর মাধ্যমে এমন বিবৃতি সংবাদমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাবি উমামা ফাতেমা বলেন, 'এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা কিছু জানি না। এখানে যে ঢাবি শিক্ষার্থীর নাম আছে তাকেও চিনি না।'

'সাধারণ শিক্ষার্থী মঞ্চ' যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে উমামা বলেন, 'সরকার আমাদের দাবি পূরণ করেনি। হাইকোর্ট ও পরিপত্র দেখিয়ে বলা হচ্ছে দাবি আদায় হয়ে গেছে। এটা সত্য নয়। আমাদের দাবি ছিল, অযৌক্তিক কোটা বাদ দিয়ে অনগ্রসরদের জন্য কোটা রেখে যৌক্তিক সংস্করণ করে সংসদে আইন পাশ হবে। সরকার সংসদে আইন পাশের বিষয়ে কিছু বলছে না। শুধু পরিপত্র জারি করেছে। পরিপত্র জারির আগে যারা স্টেকহোল্ডার তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে? এরকম কিছু তো হয়নি।'

উমামা আরও বলেন, 'আমাদের তিন সমন্বয়ককে ডিবি গতকাল নিয়ে গেছে। শিক্ষার্থীদের ওপর অকথ্য নির্যাতন চলছে। কীসের ওপর ভিত্তি করে আন্দোলন প্রত্যাহার করব? সরকার কি আমাদের বসার ন্যূনতম পরিবেশ দিচ্ছে? এটা তো শুধু সমন্বয়ক আর সহ সমন্বয়কের আন্দোলন না। এটা আপামর ছাত্রদের আন্দোলন। শিক্ষার্থীরা যে একটা সিদ্ধান্ত জানাবে সেটা সম্মিলিত সিদ্ধান্ত হতে হবে। সম্মিলিত সিদ্ধান্ত তখনই আসবে যখন শিক্ষার্থীরা পরষ্পরের সাথে কথা বলতে পারবে। ছাত্ররা তো একত্রিত হওয়ারই সুযোগ পাচ্ছে না।'

তিনি বলেন, ছাত্রলীগ আমাদের ওপর হামলা করার আগে শুধু আইন পাশের দাবি নিয়ে আলোচনায় বসা যেত। কিন্তু যখন আবু সাঈদকে পুলিশ গুলি করে মেরে ফেলল, এরপরে পাখির মতো গুলি করে মানুষকে মারা হলো, এরপরে কিসের ওপর ভিত্তি করে আন্দোলন প্রত্যাহার হবে?

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন