Logo
Logo
×

সংবাদ

দেশীয় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৯:১০ পিএম

দেশীয় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এডিটরস গিল্ডের প্রতিনিধিদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় সভা চলাকালে একটি চিত্র। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে। এ বিষয়ে দেশীয় গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার (২৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটরস গিল্ডের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এডিটরস গিল্ডের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বলেন, যারা দেশজুড়ে নারকীয় অগ্নিসন্ত্রাস ও ভাঙচুর করলো, তারা কোটাবিরোধী আন্দোলনকারী নয়। এই দুর্বৃত্তরা আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছিল। এই দুর্বৃত্তদের পেছনে কারা রয়েছে, তা বের করা জরুরি। 

বৈঠকে ইন্টারনেট বন্ধ করা এবং এরপর সীমিত পরিসরে চালুর বিষয়টি নিয়ে কথা হয়। অনেকেই ইন্টারনেট পুরোপুরি খুলে দেওয়ার পরামর্শ দেন। তবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাময়িক বন্ধ রাখার পক্ষে মত দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন