কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তের আগুন ছড়িয়ে পড়ে।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনকারীরা মিরপুর-১০ এ অবস্থান নেয়। বেলা ১১টার পর থেকে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। সেখানে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। অন্তত পাঁচটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।
এদিকে মিরপুর-১০ নম্বরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ছাত্রদের তাড়া খেয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। পুলিশের টিয়ার শেলে ৩০ জন আন্দোলনকারী আহত হয়েছেন।