জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত
রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত জাতীয় সংসদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সংসদের তিনটি গেটের একটি বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় সংসদের তিনটি গেট। সেগুলো হলো—জাতীয় সংসদের খেজুরবাগান সংলগ্ন এলাকার গেট, মণিপুরি পাড়া সংলগ্ন গেট এবং আসাদগেট সংলগ্ন গেট।
জানা যায়, নিরাপত্তার স্বার্থে খেজুরবাগান সংলগ্ন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সংসদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মসের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘আন্দোলন শুরুর পর থেকে সংসদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি।’
তিনি জানান, ধানমন্ডি-২৭, আড়ং ও আসাদগেট সংলগ্ন এলাকায় আন্দোলন থাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হলেও বাড়তি লোকবল আনা হয়নি বাইরে থেকে। সার্জেন্ট অ্যাট আর্মসের যত লোক ছিল তা দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।