Logo
Logo
×

সংবাদ

সাভারে পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:৩১ পিএম

সাভারে পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহত

সাভারে পুলিশের গুলিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেচে।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী জানান, নিহত শিক্ষার্থীর শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত আরও পাঁচ জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বাজার বাসস্ট্যান্ড অবরোধ করে পাকিজা এলাকার দিকে এগিয়ে যান। সেখানে অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, পুলিশ এবং বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। এরপর শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। এ সময় পুলিশের গুলিতে নিহত হ ওই শিক্ষার্থী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডে সংঘর্ষ চলছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন