Logo
Logo
×

সংবাদ

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:১৮ পিএম

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

ফাইল ছবি

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ৩ টা ১৫ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন কোটা আন্দোলনের সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ।  তিনি বলেন,  রক্ত মাড়িয়ে সংলাপ নয়।

এদিকে সমন্বয়কদের আরেকজন সারজিস আলম বলেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?

এর আগে আন্দোলন চলমান থাকলেও আলোচনার দরজা সব সময় খোলা আছে বলে জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে সরকার। শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখনই এ আলোচনা হবে। এ আলোচনা সমন্বয় করার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন