Logo
Logo
×

সংবাদ

আন্দোলন চললেও আলোচনার দরজা খোলা: সমন্বয়ক টিম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:১৫ পিএম

আন্দোলন চললেও আলোচনার দরজা খোলা: সমন্বয়ক টিম

ফাইল ছবি

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকলেও আলোচনার দরজা সব সময় খোলা আছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা এই কথা জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই বার্তায় বলা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে সরকারই উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ সমাধানের পথ তৈরি করতে পারে।

বার্তায় আরও বলা হয়, আমাদের আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে। হামলার সাথে জড়িত ছাত্রলীগ কর্মী ও দায়িত্বরত পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে কোটার সংস্কার করতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন