Logo
Logo
×

সংবাদ

উত্তরা-আজমপুরে পুলিশের গুলিতে ৪ শিক্ষার্থী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:১০ পিএম

উত্তরা-আজমপুরে পুলিশের গুলিতে ৪ শিক্ষার্থী নিহত

রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে কোটা সংস্কার আন্দোলনরত বেসরকারি নর্দান ইউনিভার্সিটির ৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডা. রুকনুজ্জামান। এছাড়া সংঘর্ষে আরও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত নিহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ হয়। এরপর থেকে ঢাকা–ময়মনসিংহ সড়কের উত্তরা অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ ও র‍্যাব। আন্দোলনকারীরা হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষী মোড় পর্যন্ত সড়কে অবস্থান করছেন।

 গতকাল বুধবার রাতে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত,  শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাবের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত  ও এক দফা দাবিতে  ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন