বাড্ডা-রামপুরায় পুলিশের গুলিতে নিহত ১, আহত শতাধিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০২:৫৫ পিএম
বাড্ডা-রামপুরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। আজ বৃহস্পতিবার পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তিনি বাড্ডা-রামপুরা এলাকায় দিয়ে একটি হাইএস গাড়ি চালিয়ে যেতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আহত হয়ে হাসপাতালে প্রায় ১০০ জন পুলিশ ও শিক্ষার্থী এসেছেন। তাদের চিকিৎসা দিতে হাসপাতালের কর্মীরা হিমশিম খাচ্ছেন।
এদিকে রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডার ইউলুপ পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষে চলছে। রামপুরা-বাড্ডা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে।