Logo
Logo
×

সংবাদ

রাজধানীর অধিকাংশ দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১২:৪৬ পিএম

রাজধানীর অধিকাংশ দোকানপাট বন্ধ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজধানী ঢাকাসহ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল দেশবাসীকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছে। এই অবস্থায় রাজধানীতে গণপরিবহন একেবারে সীমিত হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। 

বৃহস্পতিবার বেলা ১১ টার পর রাজধানীর পল্টন, কাকরাইল, গুলিস্তান ও আশপাশের এলাকায় ঘুরে সড়কগুলোতে শুধু রিকশা ও সিএনজি চোখে পড়েছে। বাস চলাচল নেই বললেই চলে। রাস্তার দু’পাশে অধিকাংশ দোকানপাট বন্ধ। তবে বড় বড় শপিংমলগুলো খোলা দেখা গেছে। 

এদিকে শাটডাউন উপলক্ষ্যে রাস্তার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি চোখে পড়েছে। শহরের বিভিন্ন সড়কে পুলিশের সাজোয়া যান চলাচল করছে।তবে কোথাও আওয়ামী লীগের শোডাউন চোখে পড়েনি।রাজধানীর কর্মজীবী মানুষের মধ্যে এক ধরণের ভয় ও উদ্বেগ লক্ষ করা গেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন