Logo
Logo
×

সংবাদ

শনিরআখড়ায় যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১০:৫১ এএম

শনিরআখড়ায় যান চলাচল বন্ধ

কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর রায়েরবাগ-শনিরআখড়ায় সড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সকাল থেকে রায়েরবাগ ও শনিরআখড়া এলাকার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন কোটা সংস্কার আন্দোলকারীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজারো যানবাহন আটকে আছে। দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।

কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে বা বের হতে পারছে না। 

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত হাজারো যাত্রী হেঁটে যাচ্ছেন। রায়েরবাগ এলাকায় আন্দোলনকারীরা রাস্তায় দাঁড়িয়ে যাত্রীবাহী রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আটকা পড়া যানবাহনের অধিকাংশই ট্রাক ও বাস।

শনির আখড়া এলাকায়  শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে শনির আখড়া পর্যন্ত লাঠিসোঁটা হাতে তাদের মিছিল করতে দেখা যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন