Logo
Logo
×

সংবাদ

আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানালেন খালেদ মোশাররফের কন্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১১:১৭ পিএম

আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানালেন খালেদ মোশাররফের কন্যা

মাহজাবিন খালেদ, ইনসেটে (বাঁয়ে) খালেদ মোশাররফ। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার ও কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ ছাত্রদের ওপর আক্রমণ ও হত্যার নিন্দা জানিয়েছেন।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসনে) মাহজাবিন খালেদ এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় লিখেন, ‘আমি নিরীহ ছাত্রদের, যারা সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার নিয়ে আন্দোলন করছিলেন তাদের ওপর আক্রমণ ও হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। একজন মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে আমি ছাত্রদের সঙ্গে আছি। 

মাহজাবিন খালেদের করা টুইট।

মাহজাবিন খালেদ আওয়ামী লীগের সংরক্ষিত আসনে সংসদ হিসেবে দশম জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন। 

মুক্তিযুদ্ধে খালেদ মোশাররফ ছিলেন ২ নম্বর সেক্টর এবং কে ফোর্সের কমান্ডার। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীরউত্তম খেতাবে তার সনদ নম্বর ৭।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন