Logo
Logo
×

সংবাদ

যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে ঘরে থাকা বাবা-ছেলেসহ আহত ৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১০:০৬ পিএম

যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে ঘরে থাকা বাবা-ছেলেসহ আহত ৬

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া ও দনিয়ায় পুলিশের গুলিতে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গুলিবিদ্ধরা হলেন, বাবু মিয়া (৫০) ও তার ছেলে রোহিত মিয়া (২)। এছাড়া পথচারী পিয়াস (১৭), মনিরুল (২০), সোহাগ (২৭) ও ফয়সাল (১৮)। চিকিৎসক জানিয়েছেন, এদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ শিশু রোহিত মিয়ার মা লিপি আক্তার বলেন, আজ সন্ধ্যায় আমি, আমার সন্তান ও স্বামী বাসায় ছিলাম। হঠাৎ বাইরে থেকে গুলি এসে আমার স্বামী ও সন্তানের গায়ে লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের নিয়ে হাসপাতালে নিয়ে আসি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যার পর গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ ৬ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। এদের মধ্যে ফয়সালের মাথায় গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে যাত্রাবাড়ীর কাজলায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আশপাশের বাসাবাড়িতে টিয়ারশেলের ধোয়া ঢুকে পড়েছে। এতে শিশুদের শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়া করছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন