Logo
Logo
×

সংবাদ

দৌড়ে ক্যাম্পাস ছেড়ে পালালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৯:২৩ পিএম

দৌড়ে ক্যাম্পাস ছেড়ে পালালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি

ক্যাম্পাস ছেড়ে পালালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম

পুলিশের সহায়তায় আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে দৌড়ে ক্যাম্পাস থেকে পালাতে দেখা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. নূরুল আলমকে। এর আগে প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে দুপুরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যসহ কয়েকজন সিন্ডিকেট সদস্যকে অবরুদ্ধ করেন।

পরে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর বিকেলে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশের রাবার বুলেটে শতাধিক শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থী জা্নান, উপাচার্য পুলিশের সহায়তায় প্রশাসনিক ভবন থেকে পালিয়ে গেছেন। তিনি দৌড়ে বের হয়ে অনেক দূর গিয়ে একটি গাড়িতে উঠেছেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক রেজওয়ানুর রহমান জানান, এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী রাবার বুলেটে আহত হয়ে সেখানে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর। তাই তাদের অন্যত্র পাঠানো হয়েছে। তাদের ছররা গুলি লেগেছে বলে জানান রেজওয়ানুর রহমান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন