Logo
Logo
×

সংবাদ

বিনা নোটিশে অসাংবিধানিক আদেশ মানছে সিম কোম্পানিগুলো

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৮:৩৫ পিএম

বিনা নোটিশে অসাংবিধানিক আদেশ মানছে সিম কোম্পানিগুলো

সম্প্রতি সরকারি চাকরিতে সমতা নিশ্চিতের কোটা সংস্কার আন্দোলনে সংঘাত বেড়েই চলেছে। ইতিমধ্যে পুলিশ ও ছাত্রলীগের হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। চারিদিকে যখন উৎকণ্ঠা দুশ্চিন্তা, তার মধ্যে মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে মোবাইল ইন্টারনেট বন্ধ হওয়ায়। 

একাধিক গণমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, সারা বাংলাদেশের বেশকিছু জেলায় বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর এলাকায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যোগাযোগ করতে না পারার খবর পাওয়া যাচ্ছে। এছাড়া, সারা দেশেই মোবাইল সিম কোম্পানিগুলোর ফোরজি সেবাও বন্ধ রয়েছে। 

বিটিআরসি সূত্রে দ্য ডেইলি স্টারসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, মোবাইল কোম্পানিগুলো ফোরজি সেবা বন্ধের নির্দেশ পেয়েছেন। তাই তারা সেবা বন্ধ করে দিয়েছেন। কিন্তু গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, তারা কোম্পানিগুলোর কাছ থেকে কোনো নোটিশ এমনকি ক্ষুদেবার্তা পাননি। 

ডিজিটাল অধিকারের সাথে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশে এভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কার্যত বাংলাদেশের সংবিধান বিরোধী কাজ করছেন। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। যা চর্চায় মুক্ত ও অবাধ ইন্টারনেট অপরিহার্য ভূমিকা পালন করে। ফলে, ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন, অযাচিত নিয়ন্ত্রণ, মূলত মত প্রকাশের অধিকারকেই সংকুচিত করার নামান্তর। এছাড়া, কোনো নোটিশ ছাড়া ইন্টারনেটসহ যোগাযোগের কোনো সেবা বন্ধ করে দেওয়া প্রতিটি গ্রাহকের ভোক্তা অধিকারের প্রকাশ্য লঙ্ঘন বলেও তারা মনে করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন