আজ বুধবার সন্ধ্যার আগে থেকে ক্যাম্পাস শুনশান হয়ে যায়।
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে হল ছাড়তে বাধ্য করেছে পুলিশ, বিজিবি ও র্যাব। শিক্ষার্থীরা হল ছাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন সুনসান নীরবতা বিরাজ করছে।
আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার আগে থেকে ক্যাম্পাস শুনশান হয়ে যায়। হলগুলোতে কোনো শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।