Logo
Logo
×

সংবাদ

সিলেটে পুলিশের হামলা, সংঘর্ষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৬:৫৫ পিএম

সিলেটে পুলিশের হামলা, সংঘর্ষ

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজার জন্য বিএনপি মাঠে নামায় আজ বুধবার সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন স্থানে দফায় দফায় উত্তেজনা দেখা দেয়। দুপুরে নগরের বন্দরবাজার এলাকায় ছাত্রদলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশ টিয়ারসেল ও গুলি চালায়।

এদিকে দুপুরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গায়েবানা জানাজা আদায় করতে মাঠে নামেন। যুবদল কর্মীরা পুরান লেন গলির মুখে আর ছাত্রদল কর্মীরা বন্দরবাজার এলাকায় অবস্থান নেন। তবে পুলিশের ব্যারিকেডের কারণে যুবদল বের হতে পারেনি। অপরদিকে ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ টিলারগ্যাস ও গুলি চালায়।

ছাত্রদল নেতাদের দাবি, পুলিশের ছোড়া গুলিতে তাদের ৫-৬ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে হাসান নামের তাদের এক কর্মীর অবস্থা গুরুতর। বেলা ২টার দিকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা গরের জিন্দাবাজার এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ফের বাধা দেয়। এ সময় পুলিশের ছোড়া গুলিতে কয়েকজন যুবদল কর্মী আহত হন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন