Logo
Logo
×

সংবাদ

ডাকসুর সাবেক নেতা আখতার আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পিএম

ডাকসুর সাবেক নেতা আখতার আটক

আখতারকে টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির এলাকার ডাস চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, দুপুর আড়াইটা নাগাদ ডাস চত্বরের পাশে আখতারসহ তিনজন এসে অবস্থান নেন। পুলিশের পক্ষ থেকে তাদের চলে যেতে বললে সেখানে তারা শুয়ে পড়েন। এ সময় সাংবাদিকেরা তাদের চারদিকে ঘিরে দাঁড়ান। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা সেখানে অবস্থান করলে পুলিশ কিছুক্ষণ পর সরে যায়। 

সাংবাদিকেরা চলমান আন্দোলন সম্পর্কে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের উদ্দেশ করে চার পাঁচটি সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে সবাই ছত্রভঙ্গ হয়ে গেলে আখতারকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

আখতারকে আটকের সময় মারধরও করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে ডাকসুর সাবেক এই নেতা বলেন, ‘সারা দেশের শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, এর দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন