Logo
Logo
×

সংবাদ

নিহতদের স্মরণে জবিতে শিক্ষার্থীদের গায়েবানা জানাজা, ৫ দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম

নিহতদের স্মরণে জবিতে শিক্ষার্থীদের গায়েবানা জানাজা, ৫ দাবি

পুলিশ ও ছাত্রলীগের হামলায় কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা নামাজ পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। গায়েবানা জানাজা নামাজ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গায়েবানা জানাজা পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানাজা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নুরনবী নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ৫ দফা দাবি উত্থাপন করেন।

পাঁচ দফা দাবি হলো,

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে, হলে ছাত্রীদের নিরাপত্তা দিয়ে হল খোলা রাখতে হবে, আহত শিক্ষার্থীদের খরচ বহন করতে হবে, ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের বাস সেবা দেয়া বন্ধ করতে হবে, মেসে যেসকল শিক্ষার্থী থাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন