Logo
Logo
×

সংবাদ

কোটা সংস্কার আন্দোলন

আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০১:৪৫ এএম

আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল

ফাইল ছবি

পুলিশ ও ছাত্রলীগের হামলা ও গুলিতে নিহত সাধারণ শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) সারাদেশে এ কর্মসূচি পালন করবেন তারা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান, পবিত্র আশুরার কারণে আজ বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না। তবে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদদের জন্য আজ বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে "গায়েবানা জানাজা ও কফিন মিছিল" করবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। 

তিনি আরও বলেন, ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসুন। পাশাপাশি সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন