Logo
Logo
×

সংবাদ

হেলমেট লাঠি নিয়ে ছাত্রলীগের সমাবেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৬:১২ পিএম

হেলমেট লাঠি নিয়ে ছাত্রলীগের সমাবেশ

হেলমেট, লাটি, স্টিলের রড আর বেসবল ব্যাট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশ করছে ছাত্রলীগ।

হেলমেট, লাটি, স্টিলের রড আর বেসবল ব্যাট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্ব এ সমাবেশে তার দীর্ঘ বক্তৃতায় বারবার দাবি করেন তার সংগঠনটিও মনে করে কোটা সংস্কার প্রয়োজন। কিন্তু যৌক্তিক আন্দোলনটি ভিন্নখাতে নেবার চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 

আর সমাবেশে সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্লোগান দেন অ্যাকশন, অ্যাকশন,  ডাইরেক্ট অ্যাকশান।  এ সময় ভাস্কর্যের চারপাশে শত শত ছাত্র হাতে লাঠি লোহার পাইপ, বেজ বল ব্যাট, বাশের লাঠি মহড়া করতে দেখা যায়। 

এদিকে শহীদ মিনারের আশপাশ দিয়ে কোটা দাবিতে যারা আন্দোলন করছেন তাদের দেখা যায় জাতীয় পতাকা মাথায় নিয়ে হাতে লাঠি ও পাটকেল বসে থাকতে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন