Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে ছাত্রলীগের হামলায় নিহত বেড়ে ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৫:১১ পিএম

চট্টগ্রামে ছাত্রলীগের হামলায় নিহত বেড়ে ৩

কোটা আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়তে দেখা যায় এক যুবককে।

চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে ছাত্রলীগের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। 

মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, তিনজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। 

এদিকে সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে এক যুবককে। 

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত দুজনকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। চিকিৎসক অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার মৃত ঘোষণা করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন