গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ আন্দোলনকারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:৫৪ পিএম
গুলিবিদ্ধ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী ৪ শিক্ষার্থী। পুরান ঢাকা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে নিয়ে রায়সাহেব বাজার অতিক্রম করার সময় তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।
গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন জবির বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফেরদৌস। তাৎক্ষণিকভাবে অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।