সায়েন্সল্যাবে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, চলছে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ছাত্রলীগের হামলায় অংশ নেয় ঢাকা কলেজ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।
জানা গেছে, কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দুপুরের দিকে উচ্চমাধ্যমিকের ৪ কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে।
সংঘর্ষ রণক্ষেত্র হয়ে পড়েছে পুরো এলাকা। যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।