মহিলা দলের নেত্রীকে মধ্যরাতে টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ
রুনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রুনার মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করা হয়।
রুনা লায়লার পরিবার জানিয়েছে, কাফরুল থানার দায়েরকৃত এক মামলায় রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
রুনা লায়লার স্বামী সাংবাদিকদের বলেন, 'পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, 'বাসায় সাদা পোশাকের পুলিশসহ ইউনিফর্ম পরা অবস্থায় প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন পুলিশ। কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে ১০ মিনিট পর আবারও বাসার ভেতর এসে নিয়ে যায় তারা।'
‘সুপ্রিম কোর্টের একজন নারী আইনজীবীকে যেভাবে টেনেহিঁচড়ে গভীর রাতে আটক করে নিয়ে যায় তাতে আমি শংকিত যে তার উপর নির্যাতন করা হতে পারে।’—যোগ করেন তিনি।
অ্যাডভোকেট লুনা লায়লা বেশ কিছুদিন থেকেই গুরুতর অসুস্থ বলেও জানান তার স্বামী মোহাম্মদ ওমর ফারুক পিন্টু।