Logo
Logo
×

সংবাদ

পুলিশের গুলিতে জাবি অধ্যাপক আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১১:৫৯ এএম

পুলিশের গুলিতে জাবি অধ্যাপক আহত

ভিসির বাসভবনে আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের ওপর বাইরে থেকে হামলা করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হচ্ছিল। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই অধ্যাপকসহ শতাধিক শিক্ষার্থী। 

সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ গুলি চালায়। এতে ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল-ই এলাহী গুরুতর আহত হন। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে সন্ধ্যায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আওলাদ হোসেন।

বিশ্ববিদ্যালয়টিতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাতভর সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলমের বাসভবনে আশ্রয় নিলে তাদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিলে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিকসহ শতাধিক আহত হন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন