জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে এই হামলা করা হয়। এই হামলায় নারী শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আজ সোমবার রাতে বঙ্গবন্ধু হল ও বটতলা এলাকার মাঝামাঝি জায়গায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৬টায় সারাদেশে বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মিছিল বের করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেলের বক্তব্য পাওয়া যায়নি।