দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মুখে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম এক বছর পিছিয়ে দিয়েছে সরকার। আগামী বছর ১ জুলাই থেকে নিয়োগ পাওয়া সব সরকারি কর্মীর জন্য চালু হবে পেনশনের এই স্কিম। গতকাল রবিবার (১৪ জুলাই) জাতীয় পেনশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়।
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।
আন্দোলনের ধারাবাহিকতায় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আলোচনা করেন শিক্ষকদের সঙ্গে। এরপর প্রত্যয় স্কিম বাস্তবায়নের সময় এক বছর পেছানোর ঘোষণা আসে।