কাল সকাল-সন্ধ্যা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না
ফাইফ ফটো
আগামী কাল মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানিয়েছে, বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল সড়ক ও স্বাধীনতা সরণিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তাছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের কম চাপ থাকতে পারে।
পাইপলাইন স্থানান্তর করার কারণে সাময়িক এই সংকটের জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।