প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শাবিপ্রবিতে মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:৪৭ এএম
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেছে। রবিবার দিবাগত রাত ১২টার বিক্ষোভ মিছিল বের করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শাবিপ্রবির সবগুলো আবাসিক হল এবং ক্যাম্পাসের আশপাশের মেসগুলো থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রথমে গোল চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয় মূল গেটে এসে তারা প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানান। এসময় তারা ঢাবি শিক্ষার্থীদের মতো করে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শাবিপ্রবির মাটি রাজাকারের ঘাঁটি বলে স্লোগান দেন।